নিজস্ব প্রতিবেদক: উপাচার্য প্রফেসর ডা. মাসুম হাবিব বলেছেন, বহির্বিশ্বের সাথে বাংলাদেশের মেডিকেল শিক্ষার সমন্বয় ঘটাতে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) অধীনে এমবিবিএস ও বিডিএস কোর্স কারিকুলাম আন্তর্জাতিক মানের এবং ফলাফল সিজিপিএ পদ্ধতিতে প্রকাশ করা হবে। এ বিশ্ববিদ্যালয়ের ৮টি ফ্যাকাল্টির অধীনে ৯০টি বিষয়ে পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রী অর্জনের সুযোগ থাকবে। এরমধ্যে যুগোপযোগী অনেকগুলো নতুন বিষয়ে পড়াশোনার সুযোগ সৃষ্টি করা হবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা মোতাবেক রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়কে পরিপূর্ণভাবে একটি গবেষণাধর্মী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা হবে। সোমবার বেলা ১১টায় নগরীর নওদাপাড়ায় ইসলামী ব্যাংক মেডিকেল কলেজের (আইবিএমসি) ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে এমবিবিএস ও বিডিএস কোর্সে ভর্তিকৃত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইসলামী ব্যাংক মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) অধ্যক্ষ প্রফেসর ডা. আনোয়ার হাবিব ও ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক গোলাম হাফিজ আহাম্মেদ। অনুষ্ঠানে আইবিএমসি ফেজ চেয়ারম্যানদের পক্ষে চক্ষু বিভাগের প্রধান প্রফেসর ডা. এসআর তরফদার, অভিভাবকদের পক্ষে ডা. মুহা. হাবিবুল্লাহ সরকার, নবাগত শিক্ষার্থীদের পক্ষে আব্দুল্লাহ আল সিফাত ও আফসানা মিমি প্রমুখ বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য দেন ডা. গোলাম কিবরিয়া। যৌথভাবে অনুষ্ঠান উপস্থাপনা করেন কলেজের এমবিবিএস ৫ম বর্ষের শিক্ষার্থী মো. তানভীর সুলতান ইউনুস ও সিরাজুম মুনিরা প্রিয়া।
এরআগে কলেজের শিক্ষার্থী রাসেলের পরিচালনায় এবং হাদিসুর রহমানের সম্পাদনায় নির্মিত ইসলামী ব্যাংক মেডিকেল কলেজের কার্যক্রমের উপর একটি ডকুমেন্টারী প্রদর্শণ করা হয়। এছাড়া সঙ্গীত পরিবেশন ও নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয়।
খবর২৪ঘণ্টা.কম/নজ