নিজস্ব প্রতিবেদক :
উপাচার্য প্রফেসর ডা. মাসুম হাবিব বলেছেন, রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (রামেবি) স্বতন্ত্র ডেন্টাল ফ্যাকাল্টি করা হবে। এ ফ্যাকাল্টিতে ৫টি বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি করার সুযোগ থাকবে। এছাড়া বিডিএস কোর্স আন্তর্জাতিক মানে উন্নীত করতে মেয়াদ ৪ বছর থেকে বাড়িয়ে ৫ বছর করা হবে। ফলে বাংলাদেশের বিডিএস ডিগ্রি অর্জনকারী শিক্ষার্থীরা আগামীতে বহির্বিশ্বে সমান মর্যাদা পাবেন। রবিবার সকালে রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের পরিচিতি ও ক্লাশ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রামেবি উপাচার্য এসব কথা বলেন।
রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) অধ্যক্ষ প্রফেসর ডা. আনোয়ার হাবিবের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জামিলুর রহমান ও রামেক উপাধ্যক্ষ ডা. মহিবুল হাসান। নবাগত শিক্ষার্থীদের কলেজের সব নিয়মকানুন মেনে চলার এবং মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষে শপথ বাক্য পাঠ করান অধ্যক্ষ আনোয়ার হাবিব। অধ্যক্ষ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, রামেক’র ডেন্টাল ইউনিটকে পূর্ণাঙ্গ ডেন্টাল কলেজে রুপান্তরিত করার প্রক্রিয়া চলছে। অনুষ্ঠানে রামেক শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
খবর২৪ঘন্টা /এমকে