নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) উপাচার্য অধ্যাপক ডা. মাসুম হাবিব বলেছেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হতো না। বঙ্গবন্ধুর জন্যই বাংলাদেশ স্বাধীন হয়েছে। আমরা স্বাধীনতার স্বাদ উপভোগ করছি। আসুন আমরা সকলে মিলে শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে ক্ষণজন্মা এই মানুষটির স্বপ্নের সোনার বাংলা গড়ার কাজে আত্মনিয়োগ করি।’
শনিবার রামেবির অস্থায়ী কার্যালয় প্রাঙ্গনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মদিবস ও জাতীয় শিশুদিবসের আলোচনায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জাতির জনকের জন্মদিবস ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষ্যে রামেবির দিনব্যাপী কর্মসূচিতে ছিল সকাল ৮টায় জাতীয় পতাকা উত্তোলন, সকাল সাড়ে ৮টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, সকাল ৯টায় আনন্দ র্যালি, সাড়ে ৯টায় শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতা, ১০ টায় শিশুদের ব্লাড গ্রপ নির্ণয়ের উদ্বোধন, ১১টায় আলোচনা সভা, দুপুর ১২টায় শ্রী সজ্ঞীতালয়ের শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও সবশেষে পুরস্কার বিতরণ
করা হয়। সকল কর্মসূচিতে নেতৃত্বে দেন রামেবি উপাচার্য প্রফেসর ডা. মাসুম হাবিব।
এসব কর্মসূচিতে অন্যান্যের মধ্যে রাজশাহী মেডিকেল কলেজ শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ডা. সানাউল হক, রাজশাহী মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডা. মহিবুল হাসান, কমিউনিটি মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. জাওয়াদুল হক ও ডা. মো. উবায়দুল্লাহ ইবনে আলী প্রমুখ উপস্থিত ছিলেন। বঙ্গবন্ধুকে নিয়ে কবিতা আবৃতি করেন ডা. সিরাজী নাজমুল হাসনাইন।
খবর২৪ঘণ্টা/এমকে