নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মেডিকেল কলেজের হোস্টেলের ছাদ থেকে পড়ে মাসুদ রানা (৪৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। গতকাল শনিবার দুপুরে নূর-নবী হোস্টেলে এ ঘটনা ঘটে। নিহত মাসুদ নগরীর বুলনপুর এলাকার মৃত নজির শেখের ছেলে।রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার অফিসার ইনচার্জ ওসি হাফিজুর রহমান জানান, গতকাল শনিবার দুপুরে মাসুদসহ কয়েকজন শ্রমিক নূর-নবী হোস্টেলে রংয়ের কাজ করছিলেন। এ সময় হোস্টেলের দুই তলার ছাদ থেকে হঠাৎ মাসুদ পড়ে যায়। এ সময় তার সাথে
কাজ করা অন্যান্য শ্রমিকরা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে নিহতের লাশ হাসপতালের মর্গে পাঠানো হয়। সুরতেহাল ও আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
আর/এস
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।