নিজস্ব প্রতিবেদক : রাজশাহ মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগ থেকে নারীসহ ১৪ জন দালালকে আটক করেছে নগর গোয়েন্দা পুলিশ। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে নগর গোয়েন্দা পুলিশের সহকারী পুলিশ কমিশনার রাকিবুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, নগরীর রাজপাড়া থানার লক্ষীপুর ভাটাপাড়া এলাকার আবুল হোসেনের ছেলে নাইম হোসেন (৩২), কাজিহাটা এলাকার লক্ষন দাসের ছেলে প্রষাদ দাস (২৪), প্যারামেডিকেল এলাকার নিলু রহমানের নিমু (২৩), কাজিহাটা এলাকার আবুল হামিদের ছেলে নাদিম (২৩), বুলনপুর এলাকার রাকিব ইসলামের ছেলে রকি (২০), কাজিহাটা এলাকার মৃত মোসলেমের ছেলে সাইদুল ইসলাম (৫৫), একই এলাকার সবুর আলীর ছেলে সামিউল ইসলাম (২৫), কাজিহাটা এলাকার জসিমের স্ত্রী রুপালী ইয়াসমিন (৩৬), কলাবাগান এলাকার আব্দুল্লাহর ছেলে ইউসুফ আলী (৪০), সোনার মিয়ার ছেলে পলান মিয়া (৩৬), বর্নালির মোড় এলাকার শফিকুল ইসলামের ছেলে সোহেল রানা (২৬), দিগেন চন্দ্রের ছেলে গৌতম কুমার ঘোষ (৩১), কাজলা এলাকার আলফাজের স্ত্রী ফারজানা ইয়াসমিন (২৫), কাশিয়াডাঙ্গা থানা এলাকার পলি খাতুন (৪০)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে রামেক হাসপাতালের বহির্বিভাগ থেকে নারীসহ ১৪ দালালকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এস/আর