নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগ থেকে ফজলু নামের এক চোরকে আটক করা হয়েছে। ওই চোর সিরাজগঞ্জ জেলার শাহাজাদপুর থানার শক্তিপুর গ্রামের ওহাবের ছেলে। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে হাসপাতালের বহির্বিভাগ থেকে হাসপাতাল আনসার সদস্যরা তাকে আটক করে।
জানা গেছে, বুধবার বেলা ১১টার দিকে হাসপাতালের বর্হিবিভাগে চিকিৎসা নিতে আসা এক রোগীর মোবাইল চুরি করে নেয়। এরপর ওই রোগী বিষয়টি বুঝতে পেরে আনসার ক্যাম্পের প্লাটুন কমান্ডার পিসি মাহফুজ ও এপিসি তাইজুল সঙ্গীয় ফোর্সসহ তাকে আটক করে পুলিশ বক্সে জমা দেয়। পরে তাকে রাজপাড়া থানায় প্রেরণ করা হয়।
খবর২৪ঘণ্টা/এমকে