নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হিমোফিলিয়া রোগ সম্পর্কে সচেতনতা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত রামেক হামপাতালের সভাকক্ষে সভা অনুষ্ঠিত হয়। এতে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জামিলুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. নওশাদ আলী। রামেক হাসপাতালের প্যাথলজি বিভাগের প্রফেসর ডা. আসাফুদুল্লাহ, রামেক হাসপাতালের শিশুরোগ
বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডা. সানাউল হক ও রামেক হাসপাতালের মেডিসিন বিভাগের প্রধান প্রফেসর ডা. খলিলুর রহমান। এ ছাড়া আরো উপস্থিত ছিলেন, রামেক হাসপাতালের হেমাটোলজী বিভাগের সহকারী অধ্যাপক ডা. মুর্শেদ জামান মিঞা। সভায় হিমোফিলিয়া রোগ সম্পর্কে বিস্তারিতা আলোচনা হয়। এ রোগ সম্পর্কে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে রোগীর অভিভাবককে বিভিন্ন দিক নির্দেশনামূলক পরামর্শ দেওয়া হয়। সভায় রোগীর অভিভাবকসহ অন্যন্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
খবর ২৪ ঘণ্টা/এমকে