নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেলে চিকিৎসাধীন অবস্থায় পুঠিয়া উপজেলার ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি তুরহান আহমেদ মজিদ এর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বর্তমানে তার লাশ হাসপাতালের মর্গে রয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। তিনি চার মাসের সাজাপ্রাপ্ত কয়েদি ছিলেন। এ তথ্য নিশ্চিত করে রাজশাহী কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার গিয়াস উদ্দিন বলেন, তুরহান আহমেদ মজিদ
প্যারালাইসিসে আক্রান্ত ছিলেন। হাসপাতালের প্রিজন সেলে চিকিৎসাধীন অবস্থায় তার মঙ্গলবার রাতে মৃত্যু হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। তিনি চার মাসের সাজাপ্রাপ্ত আসামি ছিলেন।
এমকে
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।