নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রতি ঘণ্টায় ১ জনেরও বেশি করে ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হচ্ছে। গতকাল শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত হাসপাতালে ২৭ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছে। এদিন চিকিৎসা শেষে ছুটি নিয়ে বাড়ি ফিরেছেন ৩০ জন। এ পর্যন্ত হাসপাতালে ৩২১ জন রোগী ভর্তি হয়। আর বর্তমানে চিকিৎসাধীন রয়েছে ১১০ জন। একজন
হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছে। এ তথ্য নিশ্চিত করে রামেক হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ইসলাম বলেন, হাসপাতালে ২৪ ঘণ্টায় ২৭ জন রোগী ভর্তি হয়। এরমধ্যে ছুটি নিয়েছে ৩০ জন। মোট ভর্তি হয় ৩২১ জন। চিকিৎসাধীন রয়েছে ১১০ জন। আইসিইউতে রয়েছে ১ জন। ডেঙ্গু কর্নার ছাড়াও অন্যান্য মেডিসিন ওয়ার্ডে ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছে।
আর/এস
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।