নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডেঙ্গু আক্রান্ত শাপলা বেগম (২৩) নামের এক নারীর মৃত্যু হয়েছে। তিনি রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ^র এলাকার হাসিবুলের স্ত্রী। সোমবার দুপুর ১২টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ তথ্য নিশ্চিত করে রামেক হাসপাতালের উপ-পরিচালক সাইফুল ফেরদৌস বলেন, গত ৪ সেপ্টেম শাপল ডেঙ্গু আক্রান্ত হয়ে রামেক হাসপাতালের ৩৮ নং ওয়ার্ডে ভর্তি হয়েছিলেন।
চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১২টার দিকে তার মৃত্যু হয়। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। উল্লেখ্য, রামেক হাসপাতালে এ পর্যন্ত ২ জন ডেঙ্গু আক্রান্ত রোগীল মৃত্যু হলো। এর আগে পবিত্র ঈদুল আযহার দিন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালের আইসিউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। সে ঢাকায় রাজমিস্ত্রীর কাজ করতো।
আর/এস