নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে জ্বর সর্দি নিয়ে ভর্তি হওয়া যুবক চারঘন্টা চিকিৎসাধীন থাকা অবস্থায় মৃত্যুবরণ করেছে। মঙ্গলবার রাত সাড়ে সাতটার দিকে রামেক হাসপাতালের ৩৯ নং ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় বুলবুল (২২) নামের ওই যুবকের মৃত্যু হয়। তার বাড়ি নাটোর জেলার লালপুর থানার নবীনগর গ্রামে।
মৃতের স্বজন সূত্রে জানা গেছে, গত তিন চার দিন ধরে বুলবুল জ্বর সর্দি কাশি ও শ্বাসকষ্ট ভুগছিল। একটু বেশি হয়ে গেলে মঙ্গলবার বিকেল পাঁচটার দিকে তাকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে সাতটার দিকে তার মৃত্যু হয়। লাশ বাড়িতে নিয়ে যাওয়ার প্রক্রিয়া চলছে।
এ তথ্য নিশ্চিত করে রামেক হাসপাতালে উপ-পরিচালক ডাক্তার সাইফুল ফেরদৌস বলেন, যে যুবক মারা গেছে তার সর্দি কাশি ছিল না তবে জ্বর ছিল। বিকেলে ভর্তি চিকিৎসাধীন অবস্থায় রাতে মারা গেছে। তার রক্তের নমুনা সংগ্রহ করতে বলা হয়েছে। বাড়ির লোকজন তার লাশ নিয়ে চলে গেছে।
এমকে