নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ৩৩ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছেন। এরমধ্যে এক হাসপাতালের ইনসেনটিভ কেয়ার ইউনিট আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। ২৪ ঘন্টায় ঘন্টায় ১২ জন নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। ডেঙ্গু রোগীরা হাসপাতালের নতুনভাবে খোলা ডেঙ্গু কর্নারে চিকিৎসা নিচ্ছেন। চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছে ২০ জন রোগী। রাজশাহী মেডিকেল কলেজ রামেক হাসপাতালের উপ-পরিচালক সাইফুল ইসলাম বলেন, গত দু’সপ্তাহে রামেক হাসপাতালে ৫৩ ডেঙ্গু রোগী
ভর্তি হয়। এরমধ্যে ২০ জন চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছে। ৩৩ জনের চিকিৎসা চলছে। তিনি আরো বলেন, গত রোববার সকাল ১০টা থেকে গতকাল সোমবার সকাল ১০টা পর্যন্ত ১২ জন নতুন রোগী ভর্তি হয়েছে। রামেক হাসপাতালে আগে ডেঙ্গু রোগ চিহ্নিতকরণের উপকরণ ‘স্ট্রিপ’ ছিল না। স্ট্রিপ কেনা হয়েছে। তবে এর খরচ বহন করতে হবে রোগীদের। মাত্র ২৫০ টাকার বিনিময়ে রোগ চিহ্নিত করা সম্ভব হবে।
আর/এস
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।