নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় চিকিৎসাধীন ১ জন ও উপসর্গ নিয়ে আরে ৩ জনের মৃত্যু হয়েছে। আজ বুধবার রাজশাহী কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় লিয়াকত (৬০) নামের করোনা আক্রান্ত ওই রোগীর মৃত্যু হয়। এছাড়াও রামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনা উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে।
এ তথ্য নিশ্চিত করে রামেক হাসপাতালের উপ-পরিচালক ডা সাইফুল ফেরদৌস বলেন, করোনায় লিয়াকত নামের একজনের মৃত্যু হয়েছে ও উপসর্গ নিয়ে আরও তিন জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে আজ রামেক হাসপাতালে চারজনের মৃত্যু হয়েছে। পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমকে