নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নতুন আরো ২৪ জন রোগী ভর্তি হয়েছে। এ পর্যন্ত ১৪৮ জন রোগী ভর্তি হয়। এরমধ্যে চিকিৎসাধীন রয়েছেন ৭২ জন এবং চিকিৎসা শেষে ছুটি নিয়ে বাড়ি ফিরে গেছেন ৭৬ জন। গত ২৪ ঘন্টায় নতুন রোগী ভর্তি হয়েছে ২৪ জন। রোববার ১৫ জন রোগী চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছে।
এ তথ্য নিশ্চিত করে রামেক হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ইসলাম বলেন, গত ২৪ ঘন্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নতুন আরো ২৪ জন রোগী ভর্তি হয়েছে। এ পর্যন্ত ১৪৮ জন রোগী ভর্তি হয়। এরমধ্যে চিকিৎসাধীন রয়েছেন ৭২ জন এবং চিকিৎসা শেষে ছুটি নিয়ে বাড়ি ফিরে গেছেন ৭৬ জন। গত ২৪ ঘন্টায় নতুন রোগী ভর্তি হয়েছে ২৪ জন। রোববার ১৫ জন রোগী চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছে।
৭২ জনের মধ্যে দুই জন হাসপাতালের ইনসেনটিভ কেয়ার ইউনিট আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। এদিকে, প্রতিদিন ডেঙ্গু রোগীর সংখ্যা হাসপাতালে বাড়তেই আছে। রোগীর সংখ্যা বাড়ায় চিকিৎসক ও নার্সরা চিকিৎসা দিতে হিমসিম খাচ্ছেন। যে পরিমাণ রোগী হাসপাতালে ভর্তি হচ্ছে সে পরিমাণ রোগীর জন্য পর্যাপ্ত বেড সংখ্যা নেই। এ কারণে ডেঙ্গু কর্নার ও ২৫ নং ওয়ার্ড ছাড়াও অন্যান্য মেডিসিন ওয়ার্ডে রেখে ডেঙ্গু রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
খবর২৪ঘণ্টা, জেএন