নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগের সামনে মুজিবুর রহমান (৪৫) নামের এক রোগীর স্বজনকে চাপা দিয়ে পালিয়ে গেছে মাইক্রোবাসের চালক। মাইক্রোবাসের চাপায় মুজিবুর গুরুতর আহত হয়েছেন। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৩১ নং ওয়ার্ডে ভর্তি করা হয়। তার নাক, মুখ ও শরীর দিয়ে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। আহত ব্যক্তি নওগাঁর সাপাহার উপজেলার এলেনগর গ্রামের কলিমুদ্দিনের ছেলে। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ৩৮ মিনিটে জরুরী বিভাগের সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় মুজিবুর নামের ওই ব্যক্তি রামেক হাসপাতালের জরুরী বিভাগের সামনের এক ফাঁকা জায়গায় দাঁড়িয়ে ছিল। এ সময় একটি অনিয়ন্ত্রিত মাইক্রোবাস তাকে চাপা দিয়েই দ্রুত গতিতে পালিয়ে যায়। মাইক্রোবাসের চাপায় তিনি গুরুতর আহত হলে সেখানে অবস্থারত লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। ঘাতক মাইক্রোবাসটিকে তাড়া করেও ধরতে পারেনি লোকজন। প্রত্যক্ষদর্শীরা আরো জানায়, যেভাবে মাইক্রোবাসটি চালানো হচ্ছিল তাতে মনে হয়েছিল যে, চালক
নেশাগ্রস্থ অবস্থায় ছিলেন। পূর্ব কোন শত্রুতার জের ধরেও এমন ঘটনা ঘটতে পারে বলে অনেকে ধারণা করছেন। তারপর থেকেই পুলিশ মাইক্রেবাসটিকে সনাক্ত করার চেষ্টা করছে। আহত ব্যক্তির শারীরিক অবস্থা ভাল নেই। এ বিষয়ে রামেক হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ এএসআই রফিকুল ইসলাম বলেন, মাইক্রোবাস চাপায় আহত ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। মাইক্রোবাসটি সনাক্তের চেষ্টা চলছে। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
খবর ২৪ ঘণ্টা/এমকে