রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগ থেকে দুই নারী দালালকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন, নগরীর রাজপাড়া থানার ভাটাপাড়া এলাকার মৃত আ: সালামের স্ত্রী রোকেয়া বেগম (৬০) ও নগরীর চণ্ডিপুর এলাকার দেলোয়রের স্ত্রী পিয়ারা বেগম (৪০)। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে রামেক হাসপাতালের বহির্বিভাগ থেকে লক্ষীপুর পুলিশ বক্স তাদের আটক করে।
এ তথ্য নিশ্চিত করে লক্ষীপুর পুলিশ বক্সের ইনচার্জ এটিএসআই মাহবুব রহমান
জানান, হাসপাতালে দালাল বিরোধী অভিযান অব্যাহত থাকার কারণে রোগী ধরা দালালরা কৌশলে হাসপাতালের বহির্বিভাগে দালালি করছেন। তারা বহির্বিভাগ থেকে টিকিট কেটে ডাক্তার দেখানোর নাম করে বহির্বিভাগে অবস্থান করে বাইরে থেকে চিকিৎসা নিতে আসা রোগীদের ধরে বাইরের ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যাচ্ছে। মঙ্গলবার সকালেও একই প্রক্রিয়া রোগী ধরার জন্য দুই নারী দালাল রোকেয়া ও পিয়ারা বহির্বিভাগ অবস্থান করছিলেন। বিষয়টি জানতে পেরে নারী পুলিশ সদস্যদের সহযোগিতায় বহির্বিভাগে গিয়ে দুই নারী দালালকে আটক করা হয়। পরে তাদের
রাজপাড়া থানায় প্রেরণ করা হয়। থানা থেকে আদালতে প্রেরণ করা হবে। সিনিয়র অফিসার স্যারদের নির্দেশনায় দালাল বিরোধী অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে রামেক হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের কম খরচে ভালো চিকিৎসা দেয়ার নাম করে বাইরের নি¤œমাণের ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যেত এসব দালালরা। সেই দালালদের ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ।
এস/আর