নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বহিবির্ভাগ থেকে দুই পেশাদার রোগী ধরা দালালকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন, নগরীর রাজপাড়া থানার ডিঙ্গাডোবা পাঠার মোড় এলাকার মৃত রেজাউল ইসলামের ছেলে সুজন (৩৬) ও কাশিয়াডাঙ্গা থানা এলাকার মৃত আব্দুর রশিদের ছেলে সালাউদ্দিন সুমন (৩৫)। আজ শনিবার সকাল সাড়ে ৯টার দিকে রামেক হাসপাতালের বহির্বিভাগ থেকে লক্ষীপুর বক্স পুলিশ তাদের আটক করে।
জানা গেছে, পুলিশের হাতে আটক দুই দালাল শনিবার সকালে চিকিৎসা নিতে আসা রোগী ধরার জন্য বহির্বিভাগের সামনে ওৎ পেতে ছিল। খবর পেয়ে লক্ষীপুর পুলিশ
বক্সের ইনচার্জ এটিএসআই মাহবুব রহমান খবর পেয়ে সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে দুই দালালকে আটক করে। পরে তাদের রাজপাড়া থানায় প্রেরণ করা হয়।
এ তথ্য নিশ্চিত করে লক্ষীপুর বক্সের ইনচার্জ এটিএসআই মাহবুব রহমান বলেন, দুই রোগীর দালালকে আটক করা হয়েছে। তারা পেশাদার দালাল। পরে থানায় পাঠানো হয়েছে। উল্লেখ্য, রামেক হাসপাতালকে কেন্দ্র করে গড়ে উঠা বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিকের দালালরা চিকিৎসা নিতে আসা রোগীদের ধরে বাইরের প্রতিষ্ঠানে নিয়ে গিয়ে প্রতারণা করে বলে রোগীর স্বজনদের পক্ষ থেকে অভিযোগ রয়েছে।
এস/আর