নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগ থেকে দুই রোগী ধরা নারী দালালকে আটক করেছে পুলিশ। পুলিশের হাতে আটক নারী দালালরা হলো, নগরীর রাজপাড়া থানার কোর্ট বুলনপুর এলাকার রেজাউলের স্ত্রী শাহানা ও আলীগঞ্জ এলাকার রোকনের স্ত্রী তহমিনা।রোববার সকালে তাদের আটক করে হাসপাতাল বক্স পুলিশ।
জানা গেছে, রোববার সকালে হাসপাতালের বহির্বিভাগে রোগী ধরার চেষ্টা করছিল নারী দালাল তহমিনা ও শাহানা। এ সময় হাসপাতাল বক্স পুলিশ তাদের আটক করে বক্সে নিয়ে যায়।
তবে আটক নারী দালাল শাহানা অভিযোগ করে বলেন, হাসপাতালে কর্মরত সর্দার নিমরোজ বহির্বিভাগে কাজ করার জন্য তাদের থেকে দুইশত টাকা দাবি করেছিল। তার দাবি অনুযায়ী দুইশত টাকা ঘুষ না দেওয়ায় তাদের ধরিয়ে দেওয়া হয়েছে। এ বিষয়ে সর্দার নিমরোজের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।
হাসপাতাল পুলিশ বক্স জানায়, আটক দুই নারী দালালকে হাসপাতাল থেকে রাজপাড়া থানায় পাঠানো হবে।
খবর২৪ঘণ্টা/এমকে