নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে দুই নারী চিকিৎসক অ ও নার্সসহ আজ আরও ১১ জনের করোনা পজিটিভ হয়েছে। আজ সোমবার রামেক হাসপাতালে পিসি আর ল্যাবে ৯৪ টি নমুনা পরীক্ষায় ১১ জনের করোনা পজিটিভ হয়। রামেক হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস এ তথ্য নিশ্চিত করেছেন। রামেক হাসপাতালের নার্স চিকিৎসক ছাড়াও রাজশাহী মহানগর জেলার পবা ও চারঘাট উপজেলার বেশ কয়েকজন রয়েছে।
রোববার ৯৪টি নমুনা পরীক্ষা করে ১১ জনের পজিটিভ হয়। করোনা ভাইরাস আক্রান্তরা হলেন, রামেক হাসপাতালের চিকিৎসক ডা. তৌহিদা (৩২), ডা. আসিফা (২৫), নার্স রোজিনা, হাসপাতালের স্টাফ আব্দুল্লাহ, সিসি ইউর হোসনে আরা, সাঞ্জিদা, চারঘাটের মাহবুর, পবার সাদিকুন, মোস্তাফিজুর, পবার হাবিবুর ও চারঘাটের তৈয়ব।
এমকে