নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ছাদ থেকে লাফ দিয়ে জেসমিন (২৭) নামের এক রোগী আত্মহত্যা করেছেন। তিনি রাজশাহীর বাগমারা উপজেলার শ্রীপুর গ্রামের আসাদুলের স্ত্রী। মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে। জানা গেছে, গত ১৩ নভেম্বর জেসমিন রামেক হাসপাতালে ৩৮ নং মেডিসিন ওয়ার্ডে ভর্তি হন। বেশ কয়েকদিন ধরে তিনি চিকিৎসাধীন ছিলেন। এরপর গত মঙ্গলবার রাতে ছাদের করিডোর থেকে লাফ দিয়ে নিচে ঝাঁপিয়ে পড়েন। পরে তাকে উদ্ধার
করে জরুরী বিভাগে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে নিহতের লাশ হাসপাতালের মর্গে রয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। কেন ওই নারী আত্মহত্যা করেছে তা জানা যায়নি। এ বিষয়ে রামেক হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফৈরদোস বলেন, ওই নারী ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছেন তা জানা যায়নি। বিষয়টি তদন্ত সাপেক্ষে বের হবে। লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এদিকে, হাসপাতালে
চিকিৎসাধীন রোগীর আত্মহত্যার ঘটনা জানাজানি হলে লোকজন হাসপাতালের সামনে ভিড় জমায়। ওয়ার্ড থেকে রোগী ও তাদের স্বজনরা বাইরে বের হয়ে আসে। এ ঘটনায় চাঞ্চলের সৃষ্টি হয়েছে। এ বিষয়ে হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ এএসআই রফিকুল ইসলাম বলেন, এক নারী রোগী ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছেন। লাশ মর্গে রয়েছে। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
আর/এস