নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতাল চাঁপাইনবাবগঞ্জ সমিতির আয়োজনে ৬১তম এমবিবিএস এবং ৩১তম বিডিএস ব্যাচের নবীন বরণ ও শিক্ষক সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাত ৯টার দিকে রামেক হাসপাতাল অডিটোরিয়ামে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, রামেক
হাসপাতাল ও কলেজ চাঁপাইনবাবগঞ্জ সমিতির সভাপতি অধ্যাপক ডাঃ মোঃ জাওয়াদুল হক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ডাঃ অধ্যাপক মঞ্জুরুল হক, ডা: ওবায়দুল্লাহ ইবনে আলী, ডা: ইউনুস আলী, ডা: আবু শাহীন ডা: ওয়াসিম হোসেন, ডাঃ মোর্শেদ জামান, ডাঃ সিদ্দিকুর রহমান সোহেল, চাঁপাই নবাবগঞ্জ সমিতির যুগ্ম আহবায়ক ডা: মো: আব্দুল খালেক প্রমুখ।রামেক হাসপাতাল ও কলেজ চাঁপাই নবাবগঞ্জ সমিতির সাধারণ সম্পাদক তুষার আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে সমিতির রাজশাহী জেলা শাখার সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আঞ্চলিক ভাষায় ও বিভিন্ন পরিবেশনা অনুষ্ঠিত হয়। এ ছাড়া চাঁপাইনবাবগঞ্জের জনপ্রিয় আম, কালাই রুটিসহ বিভিন্ন খাদ্যদ্রব্যসহ বিভিন্ন জিনিসের ব্রান্ডিং করা হয়।
এমকে