রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গেল ২৪ ঘন্টায় আরো ১১জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৯জন করোনা পজেটিভ এবং ১জন করোনা উপসর্গ নিয়ে মারা যান। এছাড়া করোনা নেগেটিভ হওয়ার পর ১ জনের মৃত্যু হয়। মৃতদের মধ্যে রাজশাহীর ৪জন, নাটোরের ৪ জন, নওগাঁর ২জন ও কুষ্টিয়ার ১জন। চলতি মাসের ১৪ দিনে ১৯৩ জনের মৃত্যু হয়।
গত জুলাই মাসে রামেক হাসপাতালে মারা গেছে ৫২৫জন। হাসপাতালের পরিচালক, বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘন্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ২৬জন। বর্তমানে হাসপাতালে ৫১৩টি বেডের করোনা ইউনিটে চিকিৎসাধীন রয়েছে ৩৩০জন। এর মধ্যে রাজশাহীর ১৪৭জন, চাঁপাই নবাবগঞ্জের ৩৭জন, নাটোরের ৫৫জন, নওগাঁর ৩৩জন, পাবনা ৪৪, কুষ্টিয়ার ৭জন, চুয়াডাঙ্গার ১জন, জয়পুরহাটের ১জন সিরাজগঞ্জের ১ জন, মেহেরপুরের ১ জন, বগুড়ার ১জন, ঝিনাইদহ ও টাঙ্গাইলের ১জন। এসময়ের মধ্যে ১৪ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল ত্যাগ করেছেন। গেল ২৪ ঘন্টায় যে
১১জন মারা গেছে তাদের মধ্যে ৫জনের বয়স ৬০ এর উপরে ছিল। এছাড়া ৫১ থেকে ৬০ এর মধ্যে ২জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৩, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ১। মৃতদের মধ্যে নারী ৩জন ও পুরুষ ৮ জন। এদিকে একদিনে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ও মেডিকেল কলেজে দুটি পিসিআর ল্যাবে রাজশাহী জেলার ১০৫টি নমুনা পরীক্ষায় ৩১ জনের করোনা পজেটিভ আসে। গেল ২৪ ঘণ্টায় রাজশাহীতে শনাক্তের হার ২৯ দশমিক ৫২ শতাংশ।
জেএন
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।