খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: রাজধানীর রামপুরায় বাসচাপায় সোলেমান হোসেন মজনু (৩২) নামের এক সাইকেল আরোহী নিহত হয়েছেন।
গতকাল রোববার দিবাগত রাত ১টার দিকে রামপুরা টিভি সেন্টার এলাকায় মদিনা হোটেলের সামনে এ দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় মজনুকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক রাত ২টার দিকে মৃত ঘোষণা করেন।
রামপুরা থানার উপপরিদর্শক (এসআই) হানিফ উদ্দিন জানান, মিরপুর থেকে বাইসাইকেলে করে মজনু তাঁর খিলগাঁওয়ের গোড়ানের বাসায় ফিরছিলেন।
এ সময় মালিবাগ থেকে বাড্ডাগামী একটি বাস তাঁকে চাপা দিয়ে পালিয়ে যায়। আশপাশের লোকজন দ্রুত ঢামেকে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মজনু গাড়িচালকের কাজ করতেন বলে জানিয়েছেন এসআই হানিফ। তাঁর লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
খবর২৪ঘণ্টা.কম/রখ