রাবি প্রতিনিধি :
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী ফিরোজ আনামের উপর ছিনতাইকারীদের হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। শনিবার দুপুরে ক্যাম্পাসের প্রধান ফটকের সামনে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করেন। শিক্ষার্থীকে মারধরের ঘটনায় স্থানীয় তিন যুবককে গ্রেপ্তার করেছে নগরীর মতিহার থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন নগরীর তালাইমারি একালাকার জাহিদ হোসেনের ছেলে রুবেল হোসেন (২৪), শিরোইল এলাকার রাকিব হোসেনের ছেলে রিফাত হোসেন ও মির্জাপুর এলাকার খোরশেদ হোসেনের ছেলে পারভেজ।
ভূক্তভোগী ফিরোজ আনামনের দায়ের করা মামলায় শুক্রবার দিবাগত রাতেই দন্ডবিধি ৩৪,৩২৫,৩৪১,৩৯৩ ধারায় তাদের গ্রেপ্তার করা হয়। এতে অজ্ঞাতনামা ৪ জনকে আসামী করা হয়। মামলার তদন্তের দায়িত্বে থাকা মতিহার থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে মানববন্ধন করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সেখানে তারা বলেন, ক্যাম্পাসের অভ্যন্তরে শিক্ষার্থীদের মেরে আহত করা ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করে। প্রায়ই ক্যাম্পাসে এ ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটছে। কিন্তু প্রশাসন এগুলো আটকাতে ব্যর্থ। বারবার দাবি জানানোর পরেও প্রশাসন ক্যাম্পাসে বহিরাগতদের অবাধ প্রবেশ ও চলাচল বন্ধ করতে পারেনি।
তারা আরও বলেন, বহিরাগতরা ক্যাম্পাসে ঢুকে চুরি-ছিনতাই করছে, শিক্ষার্থীদের ধরে ধরে মারছে। শিক্ষার্থীরা তাদের কাছে জিম্মি। অবিলম্বে প্রশাসনকে ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানান বক্তারা। মানববন্ধন শেষে শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ঢাকা-রাজশাহী মহাসড়কে অবস্থান নেয়। পরবর্তীতে তারা দুপুর আড়াইটা নাগাদ মহাসড়ক ছেড়ে দেন।
এদিকে একই দাবিতে ক্যাম্পাসে মানববন্ধন করেছে ছাত্রলীগ ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার শিক্ষার্থীদের সংগঠন বদরগঞ্জ উপজেলা সমিতি। কর্মসূচি থেকে তারা ফিরোজের চিকিৎসাভার বহনের জন্য প্রশাসনের কাছে দাবি করেন।
উল্লেখ্য, শুক্রবার রাতে বিশ্ববিদ্যালয়ের স্টেডিয়াম সংলগ্ন শহীদ হবিবুর রহমান হলের মাঠের কোনে ফিরোজকে মারধর করে ছিনতাইকারীরা। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সে ৮ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
আর/এস