নিজস্ব প্রতিবেদক: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) রেজিস্ট্রার প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসউদের বাসভবনে চালানো ককটেল হামলার ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে রাবি জিয়া পরিষদ। শুক্রবার (২ মে) সংগঠনটির সভাপতি প্রফেসর ড. মো. এনামুল হক ও সাধারণ সম্পাদক প্রফেসর ড. মো. ফরিদুল ইসলাম স্বাক্ষরিত যৌথ এক বিবৃতিতে এই নিন্দা, প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করা হয়।
বিবৃতিতে তারা বলেন, ‘এ ঘটনা প্রমাণ করেছে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই শেষ হয়নি! নতুন করে এটি চরম ফ্যাসিবাদী আচরণের পরিচয় বহন করে। বিশ্ববিদ্যালয়ের শান্তিপূর্ণ অবস্থাকে নস্যাৎ করতে একটি কুচক্রি মহল এই ঘটনা ঘটিয়েছে।’
বিবৃতিতে তারা আরও বলেন, ‘এই বর্বরোচিত হামলায় আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি। যেভাবে গভীর রাতে বাসভবনে আক্রমণ করা হয়েছে, তা সভ্য সমাজে কল্পনা করা যায় না।’ বিবৃতিতে অবিলম্বে অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানান রাবির জিয়া পরিষদ নেতৃবৃন্দ।
বিএ..