নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাইদুর রহমান নামের এক ছাত্রকে ছুরিকাঘাত করে মোবাইল ছিনতাইযের চেষ্টা করেছে ছিনতাইকারীরা। রোববার রাত ৯টার দিকে মাদার বখশ হলের সামনে এ ঘটনা ঘটে। তিনি রাবির লাইব্রেরি ম্যানেজমেন্ট বিভাগের ২য় বর্ষে পড়েন।
জানা গেছে, রাবি ছাত্র সাইদুর রাতে স্টেডিয়ামের রাস্তা দিয়ে নিজ কক্ষে ফিরছিলেন। তাকে একা পেয়ে কয়েকজন তার পথরোধ করে। এ সময় তার কাছ থেকে টাকা ফোন
ছিনতাইয়ের চেষ্টা করে। কিছু না পেয়ে দুর্বৃত্তরা সাইদুরকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে সাইদুরকে রাবির হাসপাতালে নেওয়া হয়। এ বিষয়ে মতিহার থানার অফিসার ইনচার্জ ওসি হাফিজুর রহমান বলেন, রাবি ছাত্রকে ছুরিকাঘাত করে ছিনতাইয়ের চেষ্টা করা হয়েছে। রাবির হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছে ওই ছাত্র।
আর/এস