1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
রাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নির্বাচনসহ ৩ দফা দাবিতে স্মারকলিপি প্রদান - খবর ২৪ ঘণ্টা
বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ০৫:৫৮ পূর্বাহ্ন

রাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নির্বাচনসহ ৩ দফা দাবিতে স্মারকলিপি প্রদান

  • প্রকাশের সময় : বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫

তাজনিন নিশাত ঋতু'(রাবি প্রতিনিধি): রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামানই অ্যাসোসিয়েশন (RUAA)-এর কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠান এবং নির্বাচন বন্ধের চক্রান্তের প্রতিবাদে ৩ দফা দাবিতে অ্যালামানই অ্যাসোসিয়েশনের এডহক কমিটির আহবায়ক বরারবার স্মারকলিপি দিয়ছেন আজীবন সদস্যরা।

আজীবন সদস্যদের পক্ষে আজ বুধবার (৩০ এপ্রিল) বিকেলে এডহক কমিটির আহবায়ক ও বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) ড. ফরিদ উদ্দিন খান বরাবর এই স্মারকলিপি জমা দেন আজীবন সদস্য ও অ্যালামানই অ্যাসোসিয়েশন নির্বাচনে সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী ইমাজ উদ্দিন মন্ডল।

স্মারকলিপিতে তারা লিখেন, আমরা বাংলাদেশের ২য় পুরাতন ও ৩য় বৃহত্তম বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন উন্নয়নমূলক কাজে অংশীদার হয়ে বিশ্ববিদ্যালয়ের মানকে আরো উন্নত করার লক্ষে, সকল ছাত্র-ছাত্রীর সম্মিলিত প্রচেষ্টায় একটি অরাজনৈতিক প্লাটফর্ম রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামানই অ্যাসোসিয়েশন (RUAA) গঠিত হয়। সাম্প্রতিক RUAA এর নির্বাচন ঘিরে প্রাক্তন সকল ছাত্র-ছাত্রীর মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি হয় এবং বিপুল সংখ্যাক সাবেক ছাত্র-ছাত্রীরা আজীবন সদস্য হিসেবে রেজিস্ট্রেশন করে। আগামী ১০ মে ২০২৫ ইং তারিখে নির্বাচন উপলক্ষে ইতোমধ্যে অনেক সদস্যরা তাদের অফিস থেকে ছুটি নিয়েছে, রাজশাহীতে হোটেল বুকিং করেছে এবং যাওয়া আসার জন্য বাস, ট্রেন ও বিমানসহ অন্যান্য পরিবহন ব্যাবস্থা নিশ্চিত করেছে।

তারা আরো লিখেন,আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে, একটি কুচক্রিমহল আগামী ১০ মে ২০২৫ অনুষ্ঠিতব্য RUAA এর কার্যনির্বাহী কমিটির নির্বাচন বন্ধ করার ষড়যন্ত্র করছে। আমরা RUAA এর রাজশাহীস্থ আজীবন সদস্যরা বিষয়টি নিয়ে বিশেষভাবে চিন্তিত ও উদ্বিগ্ন। একটি বৃহত্তম বিশ্ববিদ্যালয়ের এলামনাই এসোসিয়েশন নির্বাচনের দিন তারিখ নির্ধারন হয়ে যাওয়ার পর যুক্তি সঙ্গত কোন কারন ছাড়া কিংবা বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগ অথবা জাতীয় কোন ইস্যু ছাড়া বন্ধ করা কোনভাবেই কাম্য নয়। আমরা RUAA র নির্বাচন বন্ধ করার চক্রান্ত ও ষড়যন্ত্রেও তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

এ প্রেক্ষাপটে আমরা রাজশাহীস্থ প্রাক্তন ছাত্র-ছাত্রীরা ও RUAA এর আজীবন সদস্যরা আপনার নিকট দাবী জানাচ্ছি, আগামী ১০ মে ২০২৫ ইং তারিখে অনুষ্ঠিতব্য RUAA এর নির্বাচন কোনভাবেই বাতিল বা স্থগিত করার সুযোগ নেই। RUAA এর নির্বাচন ঘিরে সকল প্রাক্তন ও জীবন সদস্যদের মধ্যে যে আবেগ, উচ্ছাস ও উদ্দীপনা সৃষ্টি হয়েছে তা অকল্পনীয়। সারাদেশ থেকে আজীবন সদস্যরা নির্বাচনে অংশ নেওয়ার জন্য প্রস্তুতি গ্রহন করে অপেক্ষা করেছে।

তাদের ৩ দফা দাফি হলো- (১) পূর্ব নির্ধারিত সময় অর্থাৎ ১০ মে RUAA-এর নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। (২). রাজশাহীর বাইরে থেকে এসে যারা বিভিন্ন হোটেলে অবস্থান করবে এবং শহরের বিভিন্ন প্রান্তে অবস্থানরত RUAA এর সদস্যদের যাতায়াতের জন্য পরিবহনের ব্যবস্থা করতে হবে। (৩). রাজশাহীর বাইরে থেকে আগতদের নিরাপত্তার বিষয়টি মনিটরিং ও নিশ্চিত করতে হবে।

স্মারকলিপি প্রদান শেষে ইমাজ উদ্দীন মন্ডল বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় দীর্ঘদিন যাবৎ ফ্যাসিস্টদের অধীন ছিলো। আমরা যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পড়েছি, আমরা অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্য হতে পারিনি। আজকে যখন সুযোগ হয়েছে, ১০ মে নির্বাচন হতে যাচ্ছে। ঠিক সেই মহুর্তে আমরা যেন নির্বাচনে অংশগ্রহণ করতে না পারি, বিশ্ববিদ্যালয়েকে যেন সামনে এগিয়ে নিতে যেতে না পারি এজন্য একটি কুচক্রী মহল ষড়যন্ত্র করছে।

তিনি আরো বলেন, আমরা এই ষড়যন্ত্রের দাঁতভাঙ্গা জবাব দিতে চাই।আমরা প্রশাসনকে বলতে চাই কোন ষড়যন্ত্র করে, চক্রান্ত করে ১০ তারিখের নির্বাচন বন্ধ করা যাবেনা। যদি নির্বাচন বন্ধ করা হয় আমরা অ্যালামানসরা এর সমুচিত জবাব দিব ইনশাআল্লাহ।

এ বিষয়ে অ্যালামানই অ্যাসোসিয়েশন এডহক কমিটির আহবায়ক ও বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) ড. ফরিদ উদ্দিন খান আজীবন সদস্যরা, প্রধান পৃষ্ঠপোষক ও অন্যান্য পৃষ্ঠপোষক মিলে মিটিংয়ে আমরা একটা সিদ্ধান্ত নিবো। আমরা এখনও আমাদের অবস্থানে দৃঢ় আছি। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করবো যাতে RUAA আমাদের হাত দিয়েই ভালোভাবে প্রতিষ্ঠিত হয়।

উল্লেখ্য, গত ২৪ এপ্রিল গঠনতন্ত্র না মানার অভিযোগ এনে রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ( RUAA) নির্বাচন বর্জন করেছে গণতন্ত্রমনা জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী অ্যালামনাসরা।

বিএ..

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST