1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
রাবির ৫০ বছর মেয়াদী মাস্টার প্ল্যানের থ্রিডি মডেল উন্মোচন - খবর ২৪ ঘণ্টা
বৃহস্পতিবার, ২ ডিসেম্বর ২০২৪, ০৯:৪৮ পূর্বাহ্ন

রাবির ৫০ বছর মেয়াদী মাস্টার প্ল্যানের থ্রিডি মডেল উন্মোচন

  • প্রকাশের সময় : বুধবার, ১৬ ডিসেম্বর, ২০২০
রাবি প্রতিনিধি:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৫০ বছর মেয়াদী (২০২০-২০৭০) একটি মাস্টার প্ল্যান প্রণয়ন করা হয়েছে। বুধবার (১৬ ডিসেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবন লবিতে মাস্টার প্ল্যানের একটি ত্রি-মাত্রিক মডেল উন্মোচন করেন উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান।
চলতি বছরের ১ অক্টোবর বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের ৫০১তম সভায় মাস্টার প্ল্যানটি অনুমোদন পায়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মাস্টার প্ল্যানটিতে বিশ্ববিদ্যালয়ের প্রায় ৭৫০ একর এলাকাকে ৫টি অঞ্চলে ভাগ করা হয়েছে। এতে মূল ৩টি বিষয়কে প্রাধান্য দেয়া হয়েছে। এর মধ্যে রয়েছে অবকাঠামোগত উন্নয়ন, কৌশলগত এবং স্থানিক পরিকল্পনা। ১০ বছর মেয়াদী প্রথম পর্যায় (২০২০-২০৩০), ২০ বছর মেয়াদী দ্বিতীয় পর্যায় (২০৩১-২০৫০) ও আরেকটি ২০ বছর মেয়াদী তৃতীয় পর্যায়ে (২০৫১-২০৭০) মাস্টার প্ল্যানটি বাস্তবায়িত হবে।
এছাড়াও মাস্টার প্ল্যানে একাডেমিক ও প্রশাসনিক অবকাঠামোর উন্নয়ন, গ্রন্থাগার আধুনিকিকরণ, শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের আবাসিক ব্যবস্থার উন্নয়ন, রাস্তাঘাট ও উন্মুক্ত স্থানের যথার্থ ব্যবহার নিশ্চিতকরণ, পরিবহন ব্যবস্থার আধুনিকায়ন, আধুনিক জিমনেসিয়াম স্থাপন, পানি ও বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার উন্নয়ন, ড্রেনেজ, বর্জ্য ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন, জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দূর্যোগ মোকাবেলা ব্যবস্থার উন্নয়ন ইত্যাদি বিষয় অন্তর্ভূক্তির কথা জানান তারা।
এ সময় উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা, উপ-উপাচার্য ও মাস্টার প্ল্যান প্রণয়ন কমিটির আহবায়ক অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া, প্রক্টর ও ছাত্র-উপদেষ্টা অধ্যাপক লুৎফর রহমান, জনসংযোগ দপ্তরের প্রশাসক ড. আজিজুর রহমানসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা‌ উপস্থিত ছিলেন।
উক্ত অনুষ্ঠানে উপাচার্য মাস্টার প্ল্যানের গ্রন্থিত কপিটিরও মোড়ক উন্মোচন করেন।
এস/আর

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST