রাবি প্রতিনিধিঃ নানাদিক থেকে আলোচিত -সমালোচিত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ১০ম সমাবর্তন স্থগিত করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বাংলাদেশী জাতীয়তাবাদ ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসী শিক্ষকদের সংগঠন সাদা দল রাবি শাখা। আজ মঙ্গলবার বিকেলে সাদা দলের ভারপ্রাপ্ত আহবায়ক অধ্যাপক ড. মোহাম্মদ এনামুল হক সাক্ষরিত এক প্রেস বিবৃতির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে উল্লেখ করা হয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় অধ্যাদেশকে অমান্য করে এ সমাবর্তন আয়োজনের চেষ্টা করেছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন। দেরীতে হলেও এ সমাবর্তন স্থগিত করার এ সিদ্ধান্ত কে তারা স্বাগত জানান। এবং অচিরেই বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ কে সম্মান করে বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতির উপস্থিতি নিশ্চিত করেই সমাবর্তনের আয়োজনের দাবি জানান তারা।
বিবৃতিতে আরো উল্লেখ করা হয় শিক্ষাব্যবস্থায় নৈরাজ্য সৃষ্টিককারী শিক্ষামন্ত্রীর সভাপতিত্বে সমাবর্তন অনুষ্ঠিত হবে জেনে সাদা দল তা বর্জনের সিদ্ধান্ত নেয়। এবং উপাচার্যের সাথে সাক্ষাত করে তারা প্রয়োজনে আচার্যের সুবিধাজনক সময়ে অনুষ্ঠান আয়োজনের জন্য অনুরোধ করেছিল।
উল্লেখ্য যে ২০১৬ সালের পর সর্বশেষ অনুষ্ঠিতব্য এ সমাবর্তনে ১০ হাজারেরও বেশি গ্রেজুয়েট নিবন্ধন করেছিল। ইতিমধ্যে শিক্ষামন্ত্রীকে সভাপতি করার সিদ্ধান্তে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।
খবর২৪ঘণ্টা.কম/রখ