1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
রাবির প্রশাসন ভবনে অনির্দিষ্টকালের জন্য তালা - খবর ২৪ ঘণ্টা
বধবার, ১৫ জানয়ারী ২০২৫, ০৪:১ অপরাহ্ন

রাবির প্রশাসন ভবনে অনির্দিষ্টকালের জন্য তালা

  • প্রকাশের সময় : সোমবার, ২৯ মারচ, ২০২১

কম সুদে ঋণ প্রদানের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২ প্রশাসন ভবন ও সিনেট ভবনে অনির্দিষ্টকালের জন্য তালা লাগিয়েছে কর্মচারীরা।

সোমবার (২৯ মার্চ) সকাল ৮টা থেকে তালা লাগিয়ে তার সামনে অবস্থান কর্মসূচি পালন করছে বিশ্ববিদ্যালয়ের সহায়ক, সাধারণ ও পরিবহন টেকনিক্যাল কর্মচারী সমিতির সদস্যরা।

তাদের দাবিগুলো হলো, কর্মচারীদের কর্পোরেট ঋণে সুদের হার ৯ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা ও হিসাব বিভাগের উপ-পরিচালক আব্দুল্লাহ আল আনসারীকে অন্যত্র বদলি করা।

এই বিষয়ে জানতে চাইলে সহায়ক কর্মচারী সমিতির সভাপতি সাব্বির হোসেন বলেন, কর্পোরেট ঋণ সুদের হার ৯ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দীর্ঘদিন ধরে আমরা দাবি জানিয়ে আসছি। উপাচার্য মৌখিক আশ্বাস দিলেও বাস্তবে তা কার্যকর করার কোনো উদ্যোগ গ্রহণ করেননি।

তিনি আরও বলেন, ‘উপাচার্য সর্বশেষ ৭ দিনের মধ্যে আমাদের দাবি বাস্তবায়ন করার আশ্বাস দিয়েছিলেন। কিন্তু আমরা ৭ দিনের মধ্যে কোনো প্রতিফলন দেখি নাই। তাই আমরা বাধ্য হয়ে আন্দোলনে নেমেছি।’

এ দিকে হিসাব বিভাগের উপ-পরিচালককে অন্যত্র বদলির দাবির বিষয়ে সাধারণ কর্মচারী ট্রেড ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল আজিজ সাংবাদিকদের বলেন, ‘কর্মচারীরা লোনের বিষয় কথা বলতে গেলে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আনসারী তাদের সঙ্গে খারাপ আচরণ করেছেন।’

এই বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান বলেন, ‘কর্মচারীরা বিভিন্ন দাবি নিয়ে আন্দোলন করছেন। তাদের সব সমস্যা একবারে সমাধান করা সম্ভব নয়। তারপরও আমরা কথা বলে সমাধানের চেষ্টা করছি।’

জেএন

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST