রোববার সকাল এগারটায় বিভাগ সভাপতির চেম্বারে দায়িত্ব হস্তান্তর করেন সদ্য বিদায়ী সভাপতি অধ্যাপক ড. প্রদীপ কুমার পাণ্ডে।
আগামী তিন বছরের জন্য সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন বিভাগের এই সহযোগী অধ্যাপক।
এর আগে ড. প্রদীপ কুমার পাণ্ডে ২০১৫ সালের ৫ ই মে থেকে দায়িত্ব পালন করে আসছিলেন। দায়িত্ব হস্তান্তর কালে বিভাগের অন্যান্য শিক্ষকরা উপস্থিত ছিলেন।
এদিকে বিভাগটির সহযোগী অধ্যাপক থেকে অধ্যাপক পদে পদোন্নতি পেয়েছেন ৩ জন শিক্ষক। তারা হলেন অধ্যাপক খাদেমুল ইসলাম,অধ্যাপক ড. প্রদীপ কুমার পাণ্ডে, অধ্যাপক ড. দুলাল চন্দ্র বিশ্বাস। তারা অধ্যাপক হিসেবে বিভাগে যোগ দেন।খবর২৪ঘণ্টা.কম/নজ