1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
রাবিতে ২য় বার ভর্তির দাবিতে মানববন্ধন - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১১:৪১ অপরাহ্ন

রাবিতে ২য় বার ভর্তির দাবিতে মানববন্ধন

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ জুলা, ২০১৯

রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ২য় বার ভর্তির সুযোগ অব্যহত রাখার দাবিতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা। মঙ্গলবার সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দীন আহমেদ সিনেট ভবনের সামনে এ মানববন্ধনের আয়োজন করেন তারা।

এ সময় তারা অভিযোগ করে বলেন, রাবিতে ২০১৮-১৯ সেশনে ভর্তি হওয়া শিক্ষার্থীদের দুই-তৃতীয়াংশ শিক্ষার্থী ২য় বার সুযোগ পেয়ে ভর্তি হয়েছে, তাহলে আমরা কেন বঞ্চিত হবো? বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর বিভিন্ন কারণে অনেক আসন ফাঁকা থাকে। দ্বিতীয় বার ভর্তির সুযোগ দিলে ফাঁকা আসনগুলোতে যোগ্য শিক্ষার্থী ভর্তি হতে পারবে বলে মন্তব্য করেন তারা
শিক্ষার্থীরা আরো বলেন, প্রত্যেক মেধাবী শিক্ষার্থীদের পছন্দের শীর্ষ তালিকায় থাকে

রাজশাহী বিশ্ববিদ্যালয়। অথচ কোন পারিবারিক বিপর্যয় ঘটলে, অসুস্থ হয়ে পড়লে বা দুর্ঘটনায় আহত হলে একজন মেধাবী শিক্ষার্থীর স্বপ্ন সেখানেই ইতি ঘটে। তাছাড়া মেডিকেল বিশ্ববিদ্যালয়গুলো ২য় বার ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ দিচ্ছে, কিন্তু মেডিকেলে পড়ার ইচ্ছা যাদের নেই তারা কেন উচ্চ শিক্ষা থেকে বঞ্চিত হবে?

এ সময় ২য় বার ভর্তি পরীক্ষার সুযোগটি অব্যহত রাখতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। মানববন্ধনে প্রায় অর্ধশতাধিক ভর্তিচ্ছু শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
মানববন্ধন কর্মসূচী শেষে একই দাবিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করেন তারা। উল্লেখ্য, ২০১৮-১৯ শিক্ষাবর্ষের পরে ২য় বার ভর্তি পরীক্ষার সুযোগ বাতিল করে দেন রাবি প্রশাসন।

খবর২৪ঘণ্টা, জেএন

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST