রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) প্রাইভেট কারের সাথে রিক্সার সংঘর্ষে আহত হয়েছে দুই জন। বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের ভিসির বাসভবনের সামনে এ ঘটনা ঘটে। বর্তমানে আহতরা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) চিকিৎসাধীন রয়েছে।
জানা যায়, আহত পরীক্ষার্থী নুরুন্নাহার ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ভাইভা দিতে এসেছিল। তার বাড়ি গাইবান্ধা জেলায়।
প্রত্যক্ষদর্শীরা বলেন, সকালে বিশ্ববিদ্যালয়ের ‘এ ইউনিটের’ ভাইভা দিতে রিক্সায় করে শহীদুল্লাহ কলা ভবনে যাচ্ছিলেন এক পরীক্ষার্থী। এসময় বিপরীত প্রান্ত থেকে দ্রুত বেগে আসা একটি প্রাইভেট কার রিক্সাটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই জ্ঞান হারিয়ে ফেলেন নুরুন্নাহার। এ ঘটনায় রিক্সাচালক বাচ্চুও গুরুতর আহত হয়। পরে তাদেরকে বিশ্ববিদ্যালয় মেডিকেলে প্রাথমিকভাবে চিকিৎসা দেয়া হয়। এসময় অবস্থা আশঙ্কাজনক হলে তাদেরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছে।
এব্যাপারে জানতে চাইলে বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক ড. লুৎফর রহমান বলেন, এ ঘটনা শোনার পর আহত শিক্ষার্থী ও রিক্সাচালককে মেডিকেলে ভর্তি করা হয়। অন্যদিকে প্রাইভেট কার ও রিক্সাকে মতিহার থানায় জব্দ করা হয়েছে।
খবর২৪ঘণ্টা.কম/রখ