রাবি প্রতিনিধিঃ “যুক্তির দ্বান্দ্বিক ছন্দে পদ্মার কোল জুড়ে সমৃদ্ধ হোক স্বাধীনতার গৌরব” এ স্লোগান কে সামনে রেখে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ৫ম বারের মত আন্তঃহল এবং ২য় আন্তঃক্লাব বিতর্ক প্রতিযোগিতা আয়োজন করতে যাচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের “শহীদ সোহ্ রাওয়ার্দী হল বিতর্ক পাঠশালা “। আগামীকাল(০১ মার্চ) বিকেলে শহীদ সোহ্ রাওয়ার্দী হলের টিভিরুমে হল প্রাধ্যক্ষ অধ্যাপক এম আনিসুর রহমান প্রতিযোগিতাটি উদ্বোধন করবেন।এতে অন্যান্য দের মধ্যে উপস্থিত থাকবেন বর্তমান ও সাবেক ছাত্র উপদেষ্টাসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।
আজ দুপুরে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় এক সাংবাদিক সম্মেলনে “শহীদ সোহ্ রাওয়ার্দী হল বিতর্ক পাঠশালা’র সভাপতি মো. ওমর ফারুক লিখিত বক্তব্যে এসব কথা জানান।
১০ দিন ব্যাপী সংসদীয় পদ্ধতির এই বিতর্কে বিশ্ববিদ্যালয়ের ১৭ টি হল এবং ২৪ টি ক্লাব অংশগ্রহণ করছে।
আগামী ২৫ মার্চ দুপুরে চূড়ান্ত পর্ব এবং সমাপনী অনুষ্ঠানের মধ্যদিয়ে শেষ হবে প্রতিযোগিতাটি।সমাপনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান,ছাত্র উপদেষ্টা এবং অন্যান্য সম্মানিত শিক্ষকবৃন্দ।
খবর২৪ঘণ্টা.কম/নজ