রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার কাউন্সিলিং এন্ড ডেভেলপমেন্ট সেন্টারের (সিসিডিসি) আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে। সোমবার বিকেল ৪টায় সৈয়দ ইসমাঈল হোসেন সিরাজী একাডেমিক ভবনে এ কার্যক্রম উদ্বোধন করেন প্রধান অতিথি উপাচার্য প্রফেসর গোলাম সাব্বির সাত্তার।
অনুষ্ঠানে উপাচার্য বলেন, অর্জিত জ্ঞান মানবকল্যাণে না লাগলে সে জ্ঞানার্জন বৃথা। শিক্ষার্থীরা যাতে মেধা ও সৃজনশীলতা দিয়ে দেশ ও জাতির উন্নয়নে অবদান রাখতে পারে সেজন্য প্রয়োজন সুষ্ঠু পরিকল্পনা ও তার প্রয়োগ। বিশ্বব্যাপী স্থায়ীত্বশীল উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) যে সূচকসমূহ নির্ধারণ করা হয়েছে তা বাস্তবায়নের জন্য আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সকলকে কাজ করে যেতে হবে।
তিনি আরও বলেন, বর্তমান সরকার মানুষের ভাগ্যন্নোয়নসহ দেশ ও জাতির সামগ্রিক উন্নয়নের লক্ষ্য নিয়ে যে অগ্রমুখী যাত্রা করেছে তাকে আমাদের ব্যবহার করে সামগ্রিক উন্নয়নে ভূমিকা রাখার সুযোগ গ্রহণ করতে হবে।
অনুষ্ঠানের সভাপতি উপ-উপাচার্য প্রফেসর চৌধুরী মো. জাকারিয়া বলেন, শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা ও সৃজনশীলতাকে বিকশিত করার মধ্য দিয়েই জাতীয় উন্নয়নে বিশ্ববিদ্যালয়সমূহ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নব প্রতিষ্ঠিত এই কেন্দ্রটি দেশের অভ্যন্তরে এবং বহির্বিশ্বের উপযোগী দক্ষ জনশক্তি তৈরি করতে বিশেষ ভূমিকা রাখবে ।
বিশ্ববিদ্যালয় আরকাইভসের সেকশন অফিসার আফরোজা শারমিনের সঞ্চালনায় সেন্টারের পরিচালক (অতিরিক্ত দায়িত্বে) উপ-উপাচার্য প্রফেসর চৌধুরী মো. জাকারিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সেন্টার প্রতিষ্ঠা কমিটির সদস্য-সচিব অর্থনীতি বিভাগের প্রফেসর রেজাউল করিম বকসী, ইংরেজি বিভাগের প্রফেসর মো. শহীদুল্লাহ্ এবং ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের অবসরপ্রাপ্ত প্রফেসর রকীব আহমদ।
অনুষ্ঠানে অনুষদ অধিকর্তা, বিভাগীয় সভাপতি, ইনস্টিটিউট পরিচালক, হল প্রাধ্যক্ষ, বিভাগসমূহের শিক্ষক প্রতিনিধি, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, সেন্টার প্রতিষ্ঠা কমিটির সদস্যবৃন্দ, ভারপ্রাপ্ত প্রক্টর মো. লিয়াকত আলী, ছাত্র উপদেষ্টা এম তারেক নূর, জনসংযোগ দপ্তরের প্রশাসক ড. মো. আজিজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
বিএ/