আগামীকাল শনিবার (১১ এপ্রিল) থেকে শুরু হতে যাচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা। রাবির ২৭ টি বিভাগের এ, বি ও সি ইউনিটের মোট ৪ হাজার ৩২৩ টি আসনের বিপরীতে ২ লাখ ৩৭ হাজার ৪১৫ জন শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। এবারই প্রথমবারের মতো রাবির ভর্তি পরীক্ষা বিকেন্দ্রীকরণ করা হয়েছে।
রাজশাহী ছাড়াও ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও রংপুর বিভাগের আঞ্চলিক কেন্দ্রে ১২, ১৯ ও ২৬ এপ্রিল ভর্তি পরীক্ষার আসন বন্টর করা হয়েছে। পরীক্ষা চলাকালে কোনো পরীক্ষার্থী পরীক্ষা কক্ষের বাইরে যেতে পারবে না। পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের প্রবেশপত্র সহ পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে হবে। শুক্রবার বিকেলে রাবির সিনের ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে উপাচার্য সালেহ হাসান নকীব এই তথ্য জানান।
তিনি আরও জানান, ভর্তি পরীক্ষায় জালিয়াতি এবং অসদুপায় অবলম্বন রোধে সবধরণের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
বিএ..