রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শোক দিবস উপলক্ষে নানা কর্মসূচী হাতে নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। রোববার বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা প্রফেসর ড.লায়লা আরজুমান বানু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
কর্মসূচীর অংশ হিসেবে থাকছে, সূর্যদোয়ের সাথে সাথে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা ও কালো পতাকা উত্তোলন। সকাল ৯টায় কালো ব্যাজ ধারণ, শোকর্যালি ও জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ। সকাল ৯টা ৩০ মিনিটে বিভিন্ন আবাসিক হল, শিক্ষক সমিতি, অফিসার সমিতি, ও সাধারণ কর্মচারীদের পক্ষ থেকে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ।
শোক দিবস উপলক্ষে শিক্ষা ও গবেষণা ইন্সিটিউটের পরিচালকের ব্যবস্থাপনায় ১ম থেকে ৫ম ও ৬ ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত রচনা প্রতিযোগিতা ও চিত্রাংকন প্রতিযোগিতা। বাদ জোহর কেন্দ্রীয় জামে মসজিদে কুরআনখানি ও মিলাদ মাহফিল এবং বিশেষ প্রার্থনা।
৩১ আগষ্ট শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্র মিলনায়তনে বঙ্গবন্ধুর উপর তথ্যচিত্র প্রদর্শনী সহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হবে।
খবর২৪ঘণ্টা, জেএন