রাবি প্রতিনিধি :রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শেরে বাংলা এ.কে ফজলুল হক হলের সামনে স্থাপিত শেরে বাংলা এ.কে ফজলুল হকের ম্যুরাল উন্মোচন , মেধাবী ও অন্তঃকক্ষ ক্রীড়াপ্রতিযোগীতায় বিজয়ীদের মধ্যে শিক্ষার্থীদের মধ্যে পুরষ্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বুধবার সন্ধ্যায় শহীদ মোহাম্মদ আলী খান মিলনায়তনে হল প্রধ্যক্ষ অধ্যাপক ড. মোস্তফা তারিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক এম. আব্দুস সোবহান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক ড. প্রভাষ কুমার কর্মকার ও ম্যুরালটির স্থপতি বিপ্লব দত্ত প্রমুখ।
খবর২৪ঘণ্টা.কম/নজ