রাবি প্রতিনিধি:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে পিটিয়ে মাথা ফাটানো ঘটনায় হত্যা চেষ্টা মামলা দায়ের করা হয়েছে। শনিবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় ভূক্তভোগী শিক্ষার্থী সোহরাব মিয়া নিজে বাদী হয়ে মতিহার থানায় এ মামলা দায়ের করেন। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান।
তিনি বলেন, শনিবার সন্ধ্যায় সোহরাব হোসেন তিনজনকে আসামী করে মতিহার থানার বাদী হয়ে দন্ডবিধি ১১৪, ৩২৩, ৩৪২,৩৬৫,৩০৭,৫০৭ ধারায় হত্যা চেষ্টা মামলা দায়ের করেন। এজহারভুক্ত আসামীরা হলেন, আসিফ লাক, হুমায়ন কবির নাহিদ ও রবিন। এ ঘটনায় জিজ্ঞাসা বাদের জন্য চার জনকে আটক করা হয়েছে বলেও জানান তিনি।
প্রসঙ্গত, শুক্রবার রাতে জোহা হলে ছাত্রলীগ কর্মী আসিফ ও হুমায়ন কবির নাহিদের নেতৃত্ব কয়েকজন সোহরাব মিয়াকে পিটিয়ে রক্তাক্ত করা হয়। মাথা, হাত ও পায়ে গুরুতর জখম হয়েছে। বর্তমানে সে রাজশাহী মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
আর/এস