রাবি প্রতিনিধিঃ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত শিক্ষকদের নির্বাচনের অধিকাংশ পদেই মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজের প্রতিনিধি জয়ী হয়েছেন।
তবে জাতীয়তাবাদ ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসী শিক্ষক গ্রুপ (সাদাদলের) শিক্ষকেরা গুরুত্বপূর্ণ পদগুলোতে জয় পেয়েছে। তবে সিনেটের ৩৩ সদস্য কে কে নির্বাচিত হয়েছেন সে বিষয়ে এই প্রতিবেদন লিখা পর্যন্ত সেই তথ্য পাওয়া যায়নি। নির্বাচন কমিশনারদের দেওয়া তথ্য মতে, নির্বাচনে সিন্ডিকেটের ২ টি, ৫ টি ডিন, ফাইন্যান্স কমিটি, পরিকল্পনা ও উন্নয়ন কমিটি, শিক্ষক সমিতির যুগ্ম-সম্পাদক ও সদস্যপদ ৯টি, শিক্ষা পরিষদের ৬টিসহ মোট ২৪ টি পদে জয়ী হয়েছেন মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ নামে হলুদ প্যানেলের শিক্ষকরা। যেখানে এই ৬ টি ক্যাটাগরিতে মোট ৪২ টি পদের ২৪ টিই নিজেদের দখলে রেখেছে তারা। তবে জাতীয়তাবাদ ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসী শিক্ষক গ্রুপ (সাদা দল) নামের বিএনপিপন্থী শিক্ষকদের মধ্যে ওই পদগুলো থেকে সিন্ডিকেটের ৩ টি, শিক্ষক সমিতির সভাপতি, সহ-সভাপতি, কোষাধ্যক্ষ, সাধারণ সম্পাদক, সদস্যসহ ৬ টি, ডিনের ৪ টিসহ মোট ১৮ টি পদে জয়লাভ করেছেন।
এদিকে শিক্ষা পরিষদের কোন পদ পাননি বিএনপিপন্থী শিক্ষকরা। এর আগে সকাল ৯ টা থেকে বিশ্ববিদ্যালয় জুবেরী ভবনের শিক্ষক লাউঞ্জে ৬৬টি পদের নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়ে বিকাল ৩ টা পর্যন্ত চলে। এতে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার অধ্যাপক এম এ বারী।
খবর২৪ঘণ্টা.কম/নজ