1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
রাবিতে ভর্তি পরীক্ষায় প্রক্সি ও জালিয়াতি : ৭ জনকে পুলিশে সোপর্দ - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৭:৩২ পূর্বাহ্ন

রাবিতে ভর্তি পরীক্ষায় প্রক্সি ও জালিয়াতি : ৭ জনকে পুলিশে সোপর্দ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ মে, ২০২৩

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে ‘এ ইউনিটের ভর্তি পরীক্ষায় প্রক্সি ও জালিয়াতির অভিযোগে বিশ্ববিদ্যালয় প্রশাসন ৭ জনকে পুলিশে সোপর্দ করেছে। এরা হচ্ছে, মো. এনামুল হক, রোল ৫৮৩৯৭ এর শিক্ষার্থী মো. তানভীর আহমেদের হয়ে; মো. বিদ্যুৎ হাসান, রোল ৫৬৯৭৯ এর শিক্ষার্থী মো. মাইনুল ইসলামের হয়ে; মো. সোহানুর রহমান, রোল ৮২৪৪০ এর শিক্ষার্থী মো. তাহমিদ বিন সাদমানের হয়ে; মো. হোসাইন, রোল ২১৬০২ এর শিক্ষার্থী মো. জাহিদ আল হাসান সিয়ামের হয়ে ও মো. স্বপন হোসাইন, রোল ২৪০৯৬ এর শিক্ষার্থী তানভীর আহমেদের হয়ে ভর্তি পরীক্ষা দিচ্ছিল।

এছাড়া আটক মো. আব্দুর রাকিব রোল ৪০৯৪৩ এর প্রকৃত পরীক্ষার্থী হলেও তার রেজিস্ট্রেশনে অন্যের ছবি পাওয়া যায়। আটক অপর পরীক্ষার্থীর বিষয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় আইসিটি সেন্টার থেকে প্রাপ্ত তথ্য আইন-শৃংখলা রক্ষাকারী কর্তৃপক্ষ যাচাই-বাছাই করছে বলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার জানিয়েছেন।

দ্বিতীয় দিনের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত, এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে দ্বিতীয় দিনের ভর্তি পরীক্ষা মঙ্গলবার অনুষ্ঠিত হয়। এদিন চার শিফটে চারটি ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এই গ্রুপে নিবন্ধিত ৭২ হাজার ৬৫। উপস্থিতির হার প্রায় ৮৭ শতাংশ।

অপরদিকে, বুধবার (৩১ মে) ভর্তি পরীক্ষার তৃতীয় ও শেষ দিন ‘সি ইউনিটের গ্রুপ-৫, অ-বিজ্ঞান (সকাল ৯টা থেকে ১০টা), ‘বি ইউনিটের গ্রুপ-১: বাণিজ্য (বেলা ১১টা থেকে ১২টা) এবং গ্রুপ-২, অ-বাণিজ্যের (দুপুর ১টা থেকে ২টা) পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বিএ/

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST