ঢাকাশুক্রবার , ৩০ এপ্রিল ২০২১
আজকের সর্বশেষ সবখবর

রাবিতে পাওয়া গেলো আরো দুটি মর্টারশেল ও রকেট লাঞ্চার

khobor
এপ্রিল ৩০, ২০২১ ৫:৪৬ অপরাহ্ণ
Link Copied!

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বধ্যভূমি এলাকায় আরো দুটি অবিস্ফোরিত মর্টারশেল ও একটি রকেট লাঞ্চার পাওয়া গেছে। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ সামসুজ্জোহা হলের পূর্বদিকে খননকৃত নতুন পুকুরে শেল ও লাঞ্চারটি দেখতে পান স্থানীয় বুধপাড়া এলাকার জুয়েল। সে হাত ধোয়ার জন্য এসেছিলেন সেখানে। পরে বিষয়টি বধ্যভূমি পুলিশ বক্সের সদস্যের জানায়।
পুলিশ, উক্ত সংবাদের ভিত্তিতে রাবি পুলিশ ফাঁড়ির কর্তব্যরত কনস্টেবল জামরুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিত্যক্ত মর্টার শেল এবং ১ টি রকেট লাঞ্চার উদ্ধার

করে গনকবরের পুলিশ পোস্টের কাছে নিয়ে আসেন। উদ্ধারকৃত মর্টারশেল ও রকেট লাঞ্চার ৩ টি পুলিশ হেফাজতে আছে । এদিকে, বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. লুৎফর রহমান বলেন, বধ্যভূমি পুলিশ বক্সের পুলিশ সদস্য রাম আমাকে প্রথমে বিষয়টি জানায়। আমি বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির মাধ্যমে মতিহার থানাকে পূর্বের মতো প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছি। পরবর্তী ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এস/আর

 

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।