রাবি প্রতিনিধি: করোনা মহামারিতে স্বাস্থ্যবিধি মেনে স্নাতক ও স্নাতকোত্তরের আটকে থাকা পরীক্ষা আগামী দুই জানুয়ারি থেকে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কর্তৃপক্ষ। সোমবার রাবির উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, আজ উপাচার্য অধ্যাপক এম আবদুস সোবহানের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
যেসব বিভাগের শিক্ষার্থীরা ২০১৫-১৬ সেশনের অনার্স এবং ২০১৪-১৫ সেশনের মাস্টার্স পরীক্ষা শেষ করতে পারেনি, তারা আগামী ২ জানুয়ারি থেকে পরীক্ষা নিতে পারবে বলে সভায় সিদ্ধান্ত হয়।
উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা জানান, স্বাস্থ্যবিধি মেনে প্রতিটি ডিপার্টমেন্ট তাদের শিক্ষার্থীদের জন্য পরীক্ষার ব্যবস্থা করবে। তবে করোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়ার আশঙ্কায় আবাসিক হল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এছাড়া শীতকালীন ছুটি বাতিল করা হয়েছে বলেও জানান তিনি।
জেএন