1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
রাবিতে চাকরি মেলা শুরু - খবর ২৪ ঘণ্টা
শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ১০:৩০ অপরাহ্ন

রাবিতে চাকরি মেলা শুরু

  • প্রকাশের সময় : বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২০

রাবি প্রতিনিধি: দেশের শীর্ষস্থানীয় বহুজাতিক শিল্পপ্রতিষ্ঠান প্রাণ-আরএফএল গ্রুপসহ ২০টির বেশি দেশি-বিদেশি কোম্পানির অংশগ্রহণে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) দুই দিনব্যাপী চাকরি মেলা শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাব আয়োজিত ৭ম এ চাকরি মেলা চলবে আাগমী ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত। মেলার প্রথম দিন চাকরি প্রত্যাশীদের সিভি সংগ্রহ করা হচ্ছে। বিকেল পর্যন্ত সিভি সংগ্রহ করা হবে।

সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল মডেল স্কুল মাঠে চাকরি মেলার উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে ক্যারিয়ার ক্লাবের সভাপতি আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. চৌধুরী মো. জাকারিয়া, প্রক্টর অধ্যাপক ড. লুৎফর রহমান, ছাত্র উপদেষ্টা ড. লায়লা আরজুমান বানু প্রমুখ উপস্থিত ছিলেন।

এ চাকরি মেলায় প্রাণ-আরএফএল গ্রুপ, নিউজিল্যান্ড ডেইরি, নিলয় গ্রুপ, কনকর্ড গ্রুপ, গ্রামীণফোন লিমিটেড, ভিভো মোবাইল, বিকাশ, মেঘনা গ্রুপ, বাংলাদেশ এডিবল অয়েল লিমিটেড, বিকাশ, ভিভো মোবাইল, রানার গ্রুপ, দারাজ ডট কম, ফুডপান্ডা, প্রজেক্ট হিডওয়ে, মেন্টরস স্টাডি অ্যাবরোড, গেটওয়ে ইন্টারন্যাশনাল, স্কেপ বাংলাদেশ, সার্ভিক বিডি, সিবিএ আইটিসহ ২০টিরও বেশি কোম্পানি অংশ নিচ্ছে।

মেলায় প্রাণ-আরএফএল গ্রুপও সিভি সংগ্রহ করছে। প্রাণ- এর এইচআরএম বিভাগের সহকারী ম্যানেজার জোবায়ের আহমেদ বলেন, উদ্বোধনী অনুষ্ঠানের পর বেলা ১১টা থেকে সিভি সংগ্রহ শুরু হয়েছে। প্রাণ-এর প্রতি শিক্ষার্থীদের আগ্রহ প্রত্যাশার চেয়ে বেশি। আশা করছি যোগ্য প্রত্যাশীদের আমরা খুঁজে পাবো।

এদিকে মেলার পাশাপাশি শিক্ষার্থীদের জন্য ক্যাম্পাস টু কর্পোরেট, টেক দ্যা চান্স টু মেক দ্যা চেঞ্জ, ডেয়ার টু লিট, ফ্রিলান্সিং স্মার্ট ক্যারিয়ার, আরইউসিসি কর্পোরেট কুইজ প্রতিযোগিতাসহ পাঁচটি সেমিনার এবং ওয়ার্কশপের আয়োজন করা হয়েছে।

মেলার দ্বিতীয় দিন ২৭ ফেব্রুয়ারি জমাকৃত সিভি থেকে নির্বাচিত চাকরিপ্রার্থীদের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এবারের মেলায় বেভারেজ পার্টনার হিসেবে রয়েছে প্রাণআপ, এডুকেশন পার্টনার প্রজেক্ট হেডওয়ে, আইটি পার্টনার সিবিএ আইটি, গিফট পার্টনার তিলোত্তমা ও লাইসিয়াম এবং রিফ্রেশমেন্ট পার্টনার হিসেবে থাকছে অ্যারো স্পুন।

খবর২৪ঘন্টা/নই

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST