
রাবি প্রতিনিধি:
খুলনা বিশ্ববিদ্যালয়ের(খুবি) দুই শিক্ষার্থীসহ তিন শিক্ষকের বরখাস্তের প্রতিবাদে মানববন্ধন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২১ জানুয়ারি) সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে এ মানববন্ধন করেন তারা।
মানববন্ধনে বক্তারা বলেন, বিশ্ববিদ্যালয় দেশের সর্বোচ্চ বিদ্যাপিঠ, এখানে শিক্ষার্থীরা গণতন্ত্রের চর্চা করে। বিশ্ববিদ্যালয়ে তারা নিজেদের মত প্রকাশ ও প্রশাসনের কাজের সমালোচনা করার অধিকার রাখে। কিন্তু বর্তমানে দেশের বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা দলীয়বৃত্তি ও চাটুকারীতায় ব্যস্ত। তারা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের কন্ঠরোধ করছে। খুলনা বিশ্ববিদ্যালয়ে ঘটে যাওয়া ঘটনাটা সত্যিই লজ্জাজনক। অনতিবিলম্বে তাদের বরখাস্তের সিদ্ধান্ত বাতিল করতে হবে।
উক্ত মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাজমুল মৃধার সঞ্চালনায় পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক সালেহ হাসান নকিব, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক কাজী মামুন হায়দার, ফোকলোর বিভাগের সহযোগী অধ্যাপক আমিরুল ইসলাম কনক, বাংলা বিভাগের সাবেক শিক্ষার্থী হাসিব রনি বক্তব্য দেন।
মানববন্ধনে বিভিন্ন বিভাগের প্রায় অর্ধশত শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত , গত বছরের জানুয়ারি মাসে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পাঁচ দফা দাবি নিয়ে আন্দোলন শুরু করে, তিনজন শিক্ষক এতে একাত্মতা প্রকাশ করেন । ওই আন্দোলনের জের ধরে বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীসহ তিন শিক্ষককে বিভিন্ন মেয়াদে বরখাস্ত করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
এস/আর