রাবি প্রতিনিধি: বঙ্গবন্ধুর বাংলায় কোটা বৈষম্যের ঠাঁই নাই, কোটা পদ্ধতি সংস্কার চাই। এ স্লোগানকে উপজীব্য করে বিভিন্ন সরকারি চাকুরীতে নিয়োগের ক্ষেত্রে কোটা ৫৬ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশে আনা, চাকুরীতে প্রবেশের ক্ষেত্রে সবার জন্য অভিন্ন বয়সসীমা সহ ৫ দফা দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সংগঠন কোটা সংস্কার আন্দোলন রাবি শাখার আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মাসুদ মোন্নাফ কে আহবায়ক ও বাকি ১০৪ জনকে যুগ্ম আহবায়ক করে মোট ১০৫ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়েছে।
আজ রোববার বিকেলে সংগঠনটির পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
কমিটির যুগ্ম আহবায়করা হলেন পদার্থ বিজ্ঞান বিভাগের হালিম শেখ, মোরশেদ আদনান এবং রায়হান, দর্শন বিভাগের রুবেল হোসেন, নৃবিজ্ঞান বিভাগের কাওসার আহম্মেদ, ইতিহাস বিভাগের আব্দুল লতিফ, মনোবিজ্ঞান বিভাগের সূচী, লোকপ্রশাসন বিভাগের সুলতান, হিসাব বিজ্ঞান বিভাগের আল মামুন, প্রদীপ বিশ্বাস, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মহুয়া মিতু, ফলিত পদার্থ বিভাগের তানভীর সহ অন্যান্যরা।
উল্লেখ্য যে চাকুরীতে কোটা সংস্কারের দাবিতে গত মাসের শেষের দিক থেকে মানববন্ধন, মৌন মিছিল, সর্বশেষ আজ বিক্ষোভ মিছিলসহ নানামুখী কর্মসূচি পালন করে আসছে করেছে সংগঠনটি।
এদিকে সংগঠনটির ৫ দফা দাবি গুলো হচ্ছে,
১। কোটা ব্যবস্থা সংস্কার করে ৫৬% থেকে ১০% এ নামিয়ে আনা।
২। কোটায় যোগ্য প্রার্থী পাওয়া না গেলে শূন্য পদ গুলো মেধার ভিত্তিতে পূরণ করা।
৩। চাকুরীতে নিয়োগের ক্ষেত্রে কোটা সুবিধা একাধিকবার ব্যবহারের সুযোগ না দেয়া।
৪। কোটায় নিয়োগের ক্ষেত্রে কোন বিশেষ নিয়োগ পরীক্ষা না নেয়া।
৫। চাকুরীতে প্রবেশের ক্ষেত্রে সবার জন্য অভিন্ন বয়সসীমা নির্ধারণ।
খবর২৪ঘণ্টা.কম/রখ