রাবিতে কোটা বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে মুক্তিযোদ্ধা সন্তানদের সড়ক অবরোধ
প্রকাশের সময় :
বৃস্পতিবার, ৪ অক্টোবর, ২০১৮
রাবি প্রতিবেদক : মন্ত্রীপরিষদ সচিব এর নেতৃত্বে গঠিত কমিটি কতৃক কোটা বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে সড়ক অবরোধ করে অবস্থান নিয়েছে মুক্তিযোদ্ধা সন্তানরা। বুধবার রাত ১১ টা থেকে তারা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে অবস্থান নেয়। এসময় তারা রাস্তার উপর টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে।
সরজমিনে দেখা গেছে ১০-১৫ জন বিক্ষোভকারী এসময় রাস্তায় অবস্থান নেয়। এসময় তাদের মন্ত্রী পরিষদ সচিব সহ কোটা বাতিলের পক্ষে মত দেয়া সচিবদের পদত্যাগের দাবি সম্বলিত প্ল্যাকার্ড বহন করতে দেখা গেছে। এদিকে কোটা বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার না করা পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে আন্দোলনকারীরা।
এর আগে কোটা সংস্কারপন্থী আন্দোলনকারী শিক্ষার্থীদের দাবির মুখে সম্পূর্ণ কোটা ব্যবস্থা তুলে দেয়ার কথা জানান প্রধানমন্ত্রী। কিন্তু দীর্ঘদিন সে সিদ্ধান্তের কোন প্রজ্ঞাপন জারি না হওয়ায় আবারো আন্দোলনে নামে শিক্ষার্থীরা। এরপরে কোটা সংস্কার না করে কোটা বাতিলের পক্ষেই মত দেন পর্যালোচনা কমিটি।