খবর২৪ ঘণ্টা, স্পোর্টস, ডেস্ক: আজ কলকাতার প্রতিপক্ষ হিসেবে নামছে সাকিব আল হাসান। ইডেন গার্ডেনসে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায়।
দীর্ঘ সাত বছর ধরে কলকাতার জার্সিতে খেলেছেন সাকিব। কিন্তু এবার আর কলকাতা দলে রাখেনি এই তারকাকে। এবার সানরাইজার্স হায়দ্রাবাদ নিজেদের দলে নিয়েছে তাকে।
তাই আজ দীর্ঘদিনের বন্ধুদের বিপক্ষেই প্রতিপক্ষ হিসেবে মাঠে নামছেন সাকিব। হায়দ্রাবাদের জার্সিতে দুইটি ম্যাচ খেলেছেন তিনি। দুটি ম্যাচেই দলের জয়ে অবদান রেখেছেন সাকিব।
খবর২৪ঘণ্টা.কম/রখ