খবর২৪ঘণ্টা ডেস্ক: ২৪ ঘন্টার মধ্যে দ্বিতীয়বার প্রত্যাঘাত ভারতের৷ গুঁড়িয়ে দেওয়া হল পাঁচ পাকিস্তানি সেনা ক্যাম্প৷ নিয়ন্ত্রণ রেখায় যুদ্ধ বিরতি লংঘনের জের এই প্রত্যাঘাত বলে মনে করা হচ্ছে৷ জম্মু, রাজৌরি ও পুঞ্চ সেক্টর দিয়ে পাক হামলা হয়েছে বলে জানা গিয়েছে৷
ভারতের এই অভিযানে পাক সেনার বেশ কয়েকজন জওয়ান নিহত বলে জানা যাচ্ছে৷ পাঁচ ভারতীয় সেনাও আহাত৷ জখম ভারতীয় জওয়ানদের সেনা হাসপাতালে ভরতি করা হয়েছে৷
ভারতীয় সেনার এক মুখপাত্র জানিয়েছেন, সীমান্তবর্তী এলাকায় বসবাসকারী পাক বাসিন্দাদের বাড়ি থেকে গুলি চালাচ্ছে পাক সেনা। সিভিলিয়ানদের বাড়িগুলিকে ঢাল হিসেবে ব্যবহার করছে পাক সেনা। তবে পালটা হিসাবে সিভিলিয়ানদের বাড়িগুলি তাক করে গুলি চালাচ্ছে না ভারতীয় সেনা। শুধুমাত্র পাক পোস্টগুলি লক্ষ্য করেই গুলি চালাচ্ছে বারতের নিরাপত্তা বাহিনী৷
মঙ্গলবার ভোরে পাক অধিকৃত কাশ্মীরে ঢুকে এয়ার স্ট্রাইক করে ভারতীয় বায়ু সেনা৷ ধ্বংস করে দেওয়া হয় পাক জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদের বালাকোটের ঘাঁটি৷ ভারতীয় বায়ু সেনা মিরাজ ২০০০ নিয়ে এই অভিযান চালায়৷ পাক বাহিনী এই অভিযান ঠেকাতে F-16 বিমান নিয়ে এগোলেও ভয়ে তারা পিছিয়ে যায়৷ এরপরই আন্তর্জাতিক স্তরে ছড়িয়ে পড়ে ভারতীয় বায়ু সেনার সাফল্যের কথা৷
এই অভিযানের কথা মেনে নিলেও কোনও ধ্বংসের কথা স্বীকার করেননি পাক সেনা৷ জরুরি বৈঠক করে ইমরান খান৷ তারপরই গোটা দেশকে সতর্ক করার কথা বলেন ইমরান৷ বিকেলে নাগাদ নিয়ন্ত্রণ রেখা বরাবর গোলাবর্ষণ শুরু করে পাক বাহিনী৷ গোলা ছোঁড়া হয় নৌসেরা, পুঞ্চ, মানকোট এলাকায়৷ যোগ্য জবাব দেয় ভারতীয় সেনাও৷ বিশ্ব আঙিনায় মুখ পোড়ে ইসলামাবাদের৷
এতকিছুর পরেও শিক্ষা হয়নি তাদের৷ বিকেলে পাক বাহিনীর যুদ্ধ বিরতী লংঘনের পরপরই ফের ভারতীয় বাহিনীর তিন বিভাগের প্রধানের সঙ্গেই বৈঠকে বসেন প্রধানমন্ত্রী মোদী৷ সেখানে পাক আক্রণের জবাবের ছাড়পত্র দেওয়া হয় সেনাকে৷ তারপরই নিয়ন্ত্রণরেখার কাছে ফের অভিযান চালায় ভারতীয় সেনাবাহিনী৷ গুঁড়িয়ে দেওয়া হয় পাকিস্তানের নিয়ন্ত্রণরেখার ওপারে পাঁচ পাক সেনার ক্যাম্প৷
খবর২৪ঘণ্টা, জেএন