বিনোদন,ডেস্ক: অবশেষে মঙ্গলবার গাঁটছড়া বাঁধলেন মিঠুন পুত্র মিমো ওরফে মহাক্ষয় চক্রবর্তী। রাতারাতি জামিন পেয়েই দক্ষিণী অভিনেত্রী মাদালসা শর্মার সঙ্গে উটিতে বিয়ে করলেন।
এক ভোজপুরী অভিনেত্রী মিমোর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনায় বিয়ে ভেস্তে যায় তাঁর।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, তামিলনাডুর উটির এক বিখ্যাত হোটেলে বিয়ে হওয়ার কথা ছিল তারকা-পুত্রের। শনিবার সেই হোটেলে এসে উপস্থিত হন তদন্তকারীরা। এর পরেই কনের বাড়ির লোকজন ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন। মঙ্গলবার জামিন পাওয়ার পরে সেই হোটেলেই বিয়ে করলেন মিমো মাদালসা।
প্রসঙ্গত, মিঠুন চক্রবর্তীর ছেলে মহাক্ষয় চক্রবর্তী বিরুদ্ধে সম্প্রতি বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগ করেছেন এক অভিনেত্রী। পাশাপাশি গর্ভপাতের অভিযোগও আনা হয়। সেইসঙ্গে ওই অভিনেত্রী অভিযোগ করেন, ঘটনা প্রকাশ্যে আসার পরেই মিঠুন চক্রবর্তীর স্ত্রী যোগিতাবালীও তাঁকে ফোনে হুমকি দিচ্ছেন। এর পরেই মিঠুনের ছেলে এবং তাঁর যোগিতাবালীর বিরুদ্ধে এফআইআর করতে নির্দেশ দেয় দিল্লির এক আদালত।
খবর২৪ঘণ্টা.কম/জেএন